Friday, December 5, 2025

ফিক্সিং সন্দেহভাজনদের বিষয়ে জিরো টলারেন্স: বিসিবি সভাপতি

পাঁচ দল নিয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর ১৯ ডিসেম্বর টুর্নামেন্ট মাঠে গড়াবে এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচি জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

তবে টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গত আসরের ফিক্সিংয়ে জড়িত সন্দেহভাজন কয়েকজন ক্রিকেটার। তারা এবারের আসরে খেলতে পারবেন কি না—এ নিয়ে চলছে নানা জল্পনা। এ প্রসঙ্গে গতকাল বক্তব্য দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল বলেন, আমরা এক চুলও নড়িনি। কোনো রিপোর্ট গায়েব করা হয়নি। তদন্তের যা ফল, শাস্তি বা মওকুফ—সবই কমিটি নির্ধারণ করবে। একটি কমিটি কাজ করছে, তাই এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। নামগুলোও বলতে পারব না।

জাহানারা আলম ইস্যুতে তিনি আরও বলেন, বিসিবি এখনও ‘জিরো টলারেন্স’ নীতিতেই আছে। তদন্তের নির্ধারিত সময়সীমার মধ্যেই বিষয়টি পড়ে যাবে। যারা কাজ করছে তাদের আমরা কোনোভাবেই প্রভাবিত করছি না।

নারী ক্রিকেটে নারী নেতৃত্বের অভাব প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, উইমেনস ক্রিকেট সবসময় অবহেলিত মনে হয়। প্রেসিডেন্ট হওয়ার পরই বলেছিলাম—আমাদের মহিলা ডিরেক্টর নেই, মহিলা উইংয়েও নারী নেই। কনস্টিটিউশন পরিবর্তন আমার হাতে নেই, তবে হলে আমি চাইবো নারী পরিচালক আসুক। জেন্ডার ইকুইটির বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর