নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে জমিজমা ও গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে জহুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি যশোর সদর উপজেলার বলা ডাঙ্গা ইউনিয়নের রামনগর গ্রামের আহসান হাবিবের ছেলে।
জানা গেছে, সোমবার (১০ নভেম্বর ) সকাল ১০টার দিকে একই এলাকার ইমন (২২) ও তার মা মমেনা বেগম (৩৮) জহুরুল ইসলামের বাড়িতে গিয়ে লোহার রড ও কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, জমি ও গাছ লাগানো নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার।







