Saturday, December 6, 2025

সড়ক দুর্ঘটনায় সময় টিভির সাংবাদিক জুয়েল মৃধার পরিবারের ৪ সদস্য গুরুতর আহত: বরিশাল মেডিকেলে চিকিৎসা চলছে

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য জুয়েল মৃধার মা, বোন, ভাগ্নিসহ পরিবারের চার সদস্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে পটুয়াখালীতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, সাংবাদিক জুয়েল মৃধার মমতাময়ী মা, বোন, ভাগ্নিসহ পরিবারের মোট চার সদস্য।আহত চারজনকেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক জুয়েল মৃধার পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এক যৌথ বিবৃতিতে চিকিৎসাধীন সকলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তারা সকলের কাছে আহতদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর