Friday, December 5, 2025

ওভাল অফিসে ট্রাম্পের চোখ বন্ধের ছবি ভাইরাল: ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শনিবার (৮ নভেম্বর) থেকে ছড়িয়ে পড়া এসব দৃশ্য ঘিরে ট্রাম্পের সমালোচকরা প্রশ্ন তুলেছেন— তিনি কি দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়েছিলেন?

তবে হোয়াইট হাউস এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের দাবি, ট্রাম্প ঘুমাননি; বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমানোর উদ্যোগ ঘোষণা করার সময় এ ঘটনা ঘটে। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, কখনও ট্রাম্পের চোখ বন্ধ, আবার কখনও তিনি চোখ খোলা রাখার চেষ্টা করছেন। কিছু মুহূর্তে তাকে চোখ ঘষতে দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সমালোচকদের প্রতিক্রিয়া তীব্র হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স–এ ছবি পোস্ট করে লিখে, ঘুমকাতুরে ডন ফিরে এসেছে।

তবে হোয়াইট হাউসের প্রেস সচিব টেলর রজার্স এসব অভিযোগ উড়িয়ে দিয়ে সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট দুটি গুরুত্বপূর্ণ ওষুধের দাম ঐতিহাসিকভাবে কমিয়েছেন, যা লক্ষাধিক রোগীর জন্য জীবনরক্ষাকারী হতে পারে। অথচ ব্যর্থ উদারপন্থি গণমাধ্যম এসব ইতিবাচক খবর না ছড়িয়ে অযথা কুৎসা রটাচ্ছে।

তিনি আরও বলেন, ট্রাম্প নিয়মিত জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি দিনের যেকোনো সময় ফোন বা বার্তা পাঠান— যা তার কর্মোদ্যমের প্রমাণ।

সিএনএনের তথ্য অনুযায়ী, ঘটনার আগের দিন ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময়ের অর্থনৈতিক ভাষণ দেন। তার আগেই তিনি তিনটি এশীয় দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে সমালোচকরা। গত মাসে তিনি ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করিয়েছেন বলে জানান, তবে কারণ প্রকাশ করেননি। এছাড়া তার পায়ে ফোলা পরীক্ষা করে চিকিৎসকেরা তাকে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে আক্রান্ত বলে শনাক্ত করেছিলেন।

উল্লেখ্য, জনসমক্ষে ক্লান্ত দেখানোর ঘটনা নতুন নয়। অতীতে বারাক ওবামাকেও দীর্ঘ বৈঠকে চোখ ঘষতে দেখা গেছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নিজেই জো বাইডেনকে “স্লিপি জো” বলে ব্যঙ্গ করেছিলেন— কারণ বাইডেনও বেশ কয়েকবার জনসমক্ষে ঘুমন্ত ভঙ্গিতে দেখা গিয়েছিলেন।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর