যশোরে অপহরণের শিকার এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে অপহরণকারী লিজুন দাস ওরফে লিজনকে আটক করা হয়েছে। লিজন যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মিঠু মোল্লার বাড়ির ভাড়াটিয়া জয়দেব দাসের ছেলে। কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ওই মাদ্রাসাছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে হামিদপুর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। প্রায় এক বছর আগে ভিডিও গেমের মাধ্যমে লিজনের সঙ্গে তার মেয়ের পরিচয় হয়। পরবর্তীতে ফেসবুক মেসেঞ্জারে তাদের মাঝে কথাবার্তা চলতে থাকে। একপর্যায়ে লিজন তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়ে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে লিজন তাকে অপহরণের চেষ্টা করে। গত ৩ নভেম্বর সকাল পৌনে ১১টার দিকে মেয়েটি মাদ্রাসার সামনে পৌঁছালে লিজন কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শেষে পুলিশকে জানায়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে লিজন ও মাদ্রাসাছাত্রীর অবস্থান শনাক্ত করে। শনিবার ভোরে ঢাকার উত্তরা পশ্চিম থানার আনোয়ারা মান্নাফ স্কুলের পেছনের একটি ভাড়া বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় এবং লিজনকে আটক করা হয়। বিকেলে তাদের যশোরে নিয়ে আসা হয়। আটক লিজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, আর উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রীকে আদালতের নির্দেশে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।







