আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। কারা হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী সে আলোচনা এখন আইনজীবী সমাজের সর্বত্র।
প্রতি বছরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্যানেল দেওয়া হলেও এবার বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এখনো কোনো প্যানেল তো দূরের কথা, প্রার্থীর নামও শোনা যাচ্ছে না। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে শীর্ষ দুই পদেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার আলোচনা চলছে।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত করেছে সৈয়দ সাবেরুল হক সাবুকে। ইতিমধ্যেই তার পক্ষে প্রচারণা জোরেশোরে চলছে। অন্যদিকে, জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী এম. এ. লতিফও সমানভাবে প্রচারণায় ব্যস্ত। একই ভাবে সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বর্তমান সাধারণ সম্পাদক এম. এ. গফুরকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। একই পদে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত করেছে আ. ক. ম. মনিরুল ইসলামকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পদে প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। তাদের পাশাপাশি আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি আবু মোর্তজা ছোটও। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি এবার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন। তবে তার প্রার্থিতা নির্ভর করছে অন্য এক প্রার্থীর অংশগ্রহণের ওপর।
আইনজীবীরা বলছেন, নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলেও এবারে আগের বছরের মতো উৎসবমুখর পরিবেশ বা টানটান উত্তেজনা তেমনভাবে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও এবারের নির্বাচন নিয়ে আগ্রহ কম দেখাচ্ছেন। তবে, মাঠে রয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিতরা।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, শনিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, যদিও প্রথম দিনে কেউ তা সংগ্রহ করেননি। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। আগামী ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ নভেম্বর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নামের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী জানান, নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ইতিমধ্যে একাধিক বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







