ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব যশোর শাখার উদ্যোগে বিনামূল্যে দু’টি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নগর ও সদর উপজেলা বিএনপির সহযোগিতায় ক্যাম্প দু’টি আয়োজন করা হয়। শনিবার যশোর সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট এলাকায় এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন এলাকায় ৬৮৪ জন রোগী চিকিৎসা সেবা পান এবং ১৬ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য নিবন্ধন করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার দেবাশীষ দত্ত,ওবায়দুল কাদির উজ্জ্বল, হাফিজুর রহমান, নার্গিস আক্তার, শারমিন নাহার পলি, দিলরুবা ফেরদৌস ডায়না, তাহরিমা খানম তানিয়া, সাইদুর রহমান, ওহিদুজ্জামান আজাদ, এস এম মাশফিকুর রহমান স্বপন, তমিজ উদ্দিন শেখ, আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ইকবাল হোসেন, আবু হায়দার মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ আল মামুন তুহিন।
ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন অধ্যাপক ডাক্তার এসএম আবু আহসান লাল্টু, এসএম রবিউল আলম ও ডাক্তার সাব্বির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার ফারুক এহতেশাম পরাগ।
একইদিন দিবসটি উপলক্ষে আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ে চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার আজিম উদ্দিন, ডাক্তার তূর্য, এসএম নাজমুল হক, গাজী মোহাম্মদ শরিফ উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান, সুমন কবির, তাহমিদ উর রহমান, রবিউল ইসলাম তুহিন, রিয়া, মোহাম্মদ রিফাত হোসেন, শারমিন রিমি, রেজওয়ান ও মশিউল হাসনাত।
এখাসে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার এসএম নাজমুল হক। ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, নাক-কান-গলা, সার্জারি, চক্ষু, গাইনি ও অর্থোপেডিক বিভাগের চিকিৎসা সেবা দেয়া হয়।







