মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত দুই সচিবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ৬নং চিংড়াখালী ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব (অব.) ড. মোহাম্মদ মসিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সচিব (অব.) ড. মোঃ ফরিদুল ইসলাম। আয়োজকরা জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার এই দুই কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি ও সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির মোঃ নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবাহান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







