যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসিফ হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কাটাখাল–দেবিদাসপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত আসিফ হোসেন ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ হেলমেট ছাড়া মোটরসাইকেল যোগে কাটাখাল বাজার থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবিদাসপুর মাঠের পাশে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পাশের একটি মাছের ঘেরে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।







