Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলা চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোর-৪ আসনের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো টিকে আছে।” তিনি আরও বলেন, “৯০-এর দশকেও দেশের স্বাধীনতা বিপন্নতার মুখে পড়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন।” এসময় তিনি দলীয় নেতাকর্মীদের মাঠে নেমে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি খন্দকার এবং দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা সদরে একটি র‍্যালি বের করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর