আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং জাতীয় সংহতি দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় কর্মী সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর শহীদ জিয়া ক্লাব প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
করিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী সোহাগ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জোকা-করিমপুর এলাকার প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপ্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী সোহাগ তার বক্তব্যে বলেন, “আমি যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তু দল ইঞ্জিনিয়ার টিএস আয়ুবকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। দলের প্রতি আনুগত্য থেকেই আমি আজ আপনাদের কাতারে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান বলেন, “জোকা-করিমপুরসহ পুরো জামদিয়া ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে অতীতের মতো সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রহমান বলেন, “প্রতিটি ওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করে কমিটি গঠন করতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। নেতৃত্বের দায়িত্বশীলতা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রেখেই ধানের শীষের বিজয় সম্ভব।” তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দেন।







