Saturday, December 6, 2025

রুপার গহনার ওপর সোনার প্রলেপ, আটকের পর দুই প্রতারকের বিরুদ্ধে মামলা

রুপার গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে তা সোনার অলংকার হিসেবে বন্ধক রাখার সময় প্রতারণার অভিযোগে দুই সদস্যকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ জেল রোডস্থ বেলতলা রুমা জুয়েলার্সে।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজবাতপুর গ্রামের আরশাদ আলী থানার ছেলে শফিকুল ইসলাম এবং বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর রোডের পাটবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন শামীম ।

জুয়েলার্স ব্যবসায়ী আলমগীর কবির খোকন জানান, তার বেজপাড়া তালতলা মোড় এবং ঘোপ জেল রোড বেলতলা এলাকায় দুটি সোনার দোকান রয়েছে। চলতি বছরের ৯ অক্টোবর রওশন আরা নামে এক নারী এক জোড়া কানের দুল বন্ধক রাখেন এবং ৫০ হাজার টাকা নেন। পরে রওশন আরা ও সাথী নামে দুই নারী ঘুরেফিরে দুই দোকানে আরও চার দফায় কানের দুল ও চুড়ি বন্ধক রেখে মোট চার লাখ ৮০ হাজার টাকা নেন। এ সময় তাদের সঙ্গে পুরুষ সদস্যরা সহযোগী হিসেবে যাতায়াত করতেন।

গত বৃহস্পতিবার রাতে একইভাবে দুই জোড়া কানের দুল বন্ধক রাখতে এলে ব্যবসায়ীর সন্দেহ হয়। তিনি পূর্বে বন্ধক রাখা অলংকার বাজারে নিয়ে পরীক্ষায় দেখতে পান গহনার ভিতরে রুপা, উপরেই শুধু সোনার প্রলেপ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের লোকজনকে জানান। স্থানীয়রা দ্রুত দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়।

রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে এবং নকল সোনার অলংকার জব্দ করে। এ ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী আলমগীর কবির খোকন কোতোয়ালি থানায় প্রতারণার অভিযোগে ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর