Saturday, December 6, 2025

ফেসবুকে পরিচয়, দেখা করতে এসে বান্ধবীর ৩০ লাখ টাকার গহনা নিয়ে চম্পট

যশোরে ফেসবুকে পরিচয়, এরপর বাড়িতে দেখা করতে এসে ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন পুরাতন কসবা এলাকার আসমা খাতুন। আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলার লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদ কে। বর্তমানে তিনি ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাস করেন।

অভিযোগে বাদী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে গত ২০ জুলাই কাছেদের সঙ্গে তার পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে কথা হতো। এর মাঝে গত ২০ সেপ্টেম্বর সকালবেলা কাছেদ যশোরে আসেন। পরে তারা ধর্মতলা এলাকায় এক স্বজনের বাড়িতে উঠেন। সেখানে তারা খাবার খাওয়ার পর দুপুর আড়াইটার দিকে কাছেদকে রুমে রেখে বাদী পাশের রুমে যান। এ সময় কাছেদ কৌশলে বাদীর ব্যাগে থাকা এক জোড়া সোনার বালা, চারটি সোনার চেইন, একটি ব্রেসলেট, দুই জোড়া দুল, একটি সোনার নেকলেস, একটি সোনার বাঙ্গেলসহ মোট ১৫ ভরি সোনা নিয়ে চম্পট দেন। যার দাম ৩০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর থেকে কাছেদকে খুঁজে পাননি তিনি। এমনকি মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বাদী। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর