বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৫২ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন এবং আলোচক ছিলেন কবি আমির হোসেন মিলন, কবি এম এ কাসেম অমিয় ও কবি এম এন এস তুর্কি।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন এডিএম রতন, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমানসহ অন্য কবি ও সাহিত্যিকবৃন্দ।







