‘হিন্দুত্ববাদী সংগঠন’ আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ। শুক্রবার (৭ নভেম্বর) জুম্মা নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের শতাধিক নেতাকর্মী ‘ইসকন হটাও, দেশ বাঁচাও’, ‘ধর্মীয় উসকানি বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং বিদেশি অর্থায়নে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আহলে হাদীছ নেতারা ইসকনের কার্যক্রম তদন্ত করে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনিসুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ, অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ।







