যশোর সদরের লেবুতলা ইউনিয়নে মারধরের শিকার স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক নারী বর্তমানে জীবনাশঙ্কায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। মারধরের মামলায় জামিনে মুক্তি পেয়ে আসামিরা শুক্রবার (৭ নভেম্বর) সকালে তার বাড়িতে গিয়ে পুনরায় হুমকি-ধামকি দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর মেয়ে ফাল্গুনী ঘোষ জানান, গত ২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার চিত্ত ঘোষ, মদন ঘোষ, মোহন ঘোষ ও তাদের ছেলেরা লাঠিসোটা ও রড দিয়ে স্বপ্না রানীকে পিটিয়ে আহত করে এবং তার গহনা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরদিন ৩ নভেম্বর এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে দলবলসহ স্বপ্না রানীর বাড়িতে গিয়ে ফের চড়াও হন ও হুমকি দেন। স্বপ্না রানীর স্বামী পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কায় রয়েছেন।







