Saturday, December 6, 2025

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন যশোরে 

সরকারি দায়িত্ব পালনের সময় শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশন, যশোর অঞ্চলের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে শতাধিক কৃষি কর্মকর্তা অংশ নেন।

বক্তারা বলেন, “কৃষি ও কৃষকের কল্যাণে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। তাঁদের ওপর এ ধরনের নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত।”

তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত সুস্থতা, নিরাপত্তা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেনসহ যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহসহ ৬ জেলার উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে শেরপুর জেলার নকলা উপজেলার অফিসকক্ষে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রনেতা ফজলুল হককে আসামি করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর