Saturday, December 6, 2025

দীর্ঘদিনের অসুস্থতায় ভুগছিলেন ইউনুস আলী, শেষমেশ জীবনের ইতি টানলেন নিজেই

যশোরে বিষপান করে ইউনুস আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল ১১টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া ইউনিয়নের কচুয়া খানপাড়ায় নিজ বাড়িতে তিনি বিষপান করেন। নিহত ইউনুস আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং মানসিকভাবেও অসুস্থ ছিলেন। সকালে নিজ বাড়িতে তিনি বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর