যশোরের ঝিকরগাছা উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—গোলাম রসূল (৫৬) ও তার স্ত্রী জীবন নেছা (৪৫)। তারা একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে গোলাম রসূলের সঙ্গে তার ভাই গোলাম রব্বানীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জেরে গোলাম রব্বানী (৪০), তার স্ত্রী তাহমিনা (৩৮) এবং সহযোগী জাকির হোসেন (৩৫) লাঠি ও শাবল দিয়ে গোলাম রসূল ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।







