Saturday, December 6, 2025

যশোরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে দুই যুবক আহত

যশোরে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঝিকরগাছা থানাধীন ছুটিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— যশোর শহরের নিউমার্কেট এলাকার পলাশের ছেলে রাতুল (২১), এবং বেজপাড়ার আলামিনের ছেলে মোহাম্মদ নুহিন (২১) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়া একই মোটরসাইকেলে করে যশোর থেকে নতুনহাটের দিকে যাচ্ছিলেন রাতুল ও নুহিন। ছুটিপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাতনামা ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দুজনই হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর