যশোরে চোর সন্দেহে সুজন (২৮) নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন বড়বাজার কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত সুজন যশোর শহরের বেজপাড়া এলাকার মো. সিরাজের ছেলে। তিনি বড়বাজারে ইমরানের মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। শুক্রবার বিকেলে দোকান সংলগ্ন এলাকায় চোর সন্দেহে দোকান মালিক ইমরান (৪০), সজল (২৩) ও সজীব (২১) নামের তিনজন কাঠের ব্যাট দিয়ে পিটিয়ে সুজনকে আহত করেন।
পরবর্তীতে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।







