Saturday, December 6, 2025

পারিশ্রমিকের টাকা নিয়ে বিরোধ: মনিরামপুরে কিশোর দিনমজুরকে কাইচি দিয়ে আঘাত, হাসপাতালে ভর্তি

পারিশ্রমিকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যশোরের মনিরামপুরে এক কিশোর দিনমজুরকে কাইচি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত  ৯টা ৩০ মিনিটের দিকে মনিরামপুর উপজেলার ছালামতপুর সরদারপাড়া মনি’র চায়ের দোকানের সামনে।

আহত দিনমজুর মনিরামপুর উপজেলার রোহিতার ছালামতপুর গ্রামের  ইয়ানুর হোসেন (১৬), পিতা: ইমদাদুল হক, সাং: ছালামতপুর, ইউ: , থানা: ।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুরের কাজের পারিশ্রমিকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে ইয়ানুর হোসেনের সাথে একই এলাকার নুরুন্নবীর ছেলে মিকাইল (১৯), এর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে  মিকাইল মনি’র চায়ের দোকানে থাকা কাইচি (বড় কাঁচি) দিয়ে ইয়ানুরকে আক্রমণ করে। মিকাইলের আঘাতে ইয়ানুরের বুকের বামপাশে ও পিঠে রক্তাক্ত কাটা জখম হয়।

আহত অবস্থায় ইয়ানুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

বর্তমানে ইয়ানুর হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর