ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টা-পাল্টি কর্মসূচি চলছিল। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল একই স্থানে শেষ হয় এবং সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে জেলা বিএনপির নেতাকর্মীরাও শহরের মহাজনপট্টিতে সমাবেশের পর একটি মিছিল বের করেন। নতুন বাজারের পৌর ভবনের কাছে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি-প্রহার শুরু হয় এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাতদিন ডেস্ক/জয়-

                                    




