নড়াইল প্রতিনিধি।। নড়াইলে পুনরায় যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তার স্বামী। স্বামী মোহাম্মদ রিফায়েত হোসেন (৩৭),রামচন্দ্রপুর গ্রামের মোঃ আনসার উদ্দিনের ছেলে।। আহত শান্তা খানম নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ আরজ আলির মেয়ে।
আহত শান্তা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিশু সন্তান রমিম মা শান্তার পাশে বসে দিশেহারা হয়ে কাদছে।

সদর হাসপাতালে ভর্তি শান্তা খানম কাঁদতে কাঁদতে জানান, বাবা আমার সুখের আশায় আমার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য সাড়ে চার লক্ষ টাকা দেয়। সেই টাকা দিয়ে রিফায়ত বিদেশ না গিয়ে মাদকের ব্যবসা শুরু করে। আমি মাদকের ব্যবসা বন্ধ করতে এবং আমার বাবার দেয়া সাড়ে ৪ লক্ষ টাকার হিসাব দিতে বললে আমাকে প্রায়ই মারধর করে। পরে আমি বাবার বাড়ি চলে যাই। আমার স্বামী পরে আমাকে বুঝিয়ে আবার তাদের রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে নিয়ে আসে। তারপর আমাকে বলে ওই টাকা দিতে পারবনা এবং আরও টাকা দাবি করে। আমি না দিতে চাইলে ঘরের ভীতর আটকে দরজা বন্ধ করে মারধর করে ও আটকে রাখে। আমার ছেলে রমিম ঘরের উপর দিয়ে এসে দরজা খুলে দিলে আমার জায়েরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । আমি থানায় মামলা দিয়েছি। আমি এর বিচার চাই।

এ বিষয়ে স্বামী রিফায়েত হোসেন জানান পারিবারিক কারনে আমার স্ত্রীকে মারা হয়েছে। যৌতুক দাবি করা হয় নাই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রাতদিন সংবাদ,জয়-







