Friday, December 5, 2025

যশোরে ভাইয়ের ইটের আঘাতে ভাই আহত

যশোর সদর উপজেলার  সাত মাইল বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে। আহত ব্যক্তির নাম সালাউদ্দিন শাহিন (৪৫)। তিনি সাত মাইল বাজার এলাকার মৃত রকিব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সালাউদ্দিন শাহিন ও তার বড় ভাই হেলাল উদ্দিন (৫০)-এর মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলাল উদ্দিন উত্তেজিত হয়ে দোকানের সামনে ইট দিয়ে ছোট ভাই শাহিনের মাথায় আঘাত করেন। এতে তিনি কাটা জখমপ্রাপ্ত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আহত সালাউদ্দিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর