Friday, December 5, 2025

যশোরে শিক্ষকের উপর হামলা

যশোরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষককে মারধর করে আহত করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক মোহাম্মদ নাজিমউদ্দিন (৪৭) জিরাট গ্রামের মৃত শাজাহান সরদারের ছেলে। তিনি শাখরিগাতি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের হারুন অর রশিদ (৩৫), তার স্ত্রী লাগছে বেগম (২৮) ও ভাই মনিরুল ইসলাম (২৮) —তিনজন মিলে নাজিমউদ্দিনের ওপর হামলা চালান। এ সময় তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন।

পরবর্তীতে স্থানীয়রা আহত নাজিমউদ্দিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর