Friday, December 5, 2025

যশোরে প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে সভা

প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে যশোরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।

সভায় সদর উপজেলার মাহিদিয়া, মধুগ্রাম, ইসলামিয়া ও পাঁচবাড়িয়া বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে স্থানীয় অংশীজনদের পরিচালিত কমিউনিটি মনিটরিং প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের হাতে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে মাহিদিয়া বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, মধুগ্রামে দ্রুত প্রধান শিক্ষক পদায়ন, ইসলামিয়া বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনশেড অপসারণ এবং পাঁচবাড়িয়া বালিয়াডাংগা বিদ্যালয়ে আয়া নিয়োগের সুপারিশ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান, সনাকের সুপারিশ অনুযায়ী মাহিদিয়া বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে এবং ইসলামিয়া বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ টিনশেড অপসারণে নির্দেশ দেওয়া হবে। তবে আয়া নিয়োগ জেলা শিক্ষা অফিসের আওতার বাইরে এবং প্রধান শিক্ষক পদায়ন উচ্চ পর্যায়ে সম্পন্ন হয় বলে তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, ইয়েস লিডার ওসমান গণি, ডেপুটি লিডার সুমা সরকার, ইয়েস সদস্য ফামিহা খান ও ইসরাত জাহান এবং টিআইবি’র যশোর অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিম। বক্তারা বলেন, শিক্ষা খাতে অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং সনাকের এমন উদ্যোগ নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর