সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর যৌথ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়। আজ বুধবার সকালে র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত রহমতুল্লাহ শেখের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২১ অক্টোবর ২০২৫ তারিখে বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে রফিক শেখসহ অন্যান্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখ নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আহত মোস্তফা শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরো জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আর কে-০৪







