Friday, December 5, 2025

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে বাবরা-হাচলা ইউনিয়নে আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে মাসুদ রানাকে একদল দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্ল (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন বলেন, “শুনেছি গতকাল মারামারি হয়েছিল। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর