যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী,রানা আহম্মেদ ওরফে সেন্টু (৪২) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে অভয়নগর থানা পুলিশ। রবিবার দুপুরে,উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে,কলোনি পাড়ায় সেন্টুর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক সেন্টু ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সেন্টু ও তার পরিবারের অনান্য সসদ্যরা দীর্ঘদিন ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আসামি আটকের বিষয় নিশ্চিত করে বলেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আজ সোমবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
রাতদিন সংবাদ,জয়-







