Friday, December 5, 2025

যশোরে সড়কের পাশ থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার পদ্মবিলা রেলক্রসিংয়ের আগে যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধ পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের নাম গোবিন্দ নাথ রায় (৬০)। তিনি মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের মৃত জ্ঞানেন্দ্র রায়ের ছেলে। ধারনা করা হচ্ছে তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গোবিন্দ নাথ রায় পদ্মবিলা বাজার থেকে হেঁটে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিংয়ের কাছাকাছি স্থানে অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভোররাতে পথচারীরা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে পাঁচটার দিকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নওয়াপাড়া থানা থেকে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর