Friday, December 5, 2025

যশোরে ডিবির অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।বাপ্পি যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের. মফিজুর রহমানের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃত বাপ্পির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর