নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নড়াইল নতুন বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিক শাহজাহান আলী, ইব্রাহিম খান, সিরাজুল ইসলাম ও ইফতিয়ার হোসেনের পরিবারের সদস্যদের হাতে নগদ ৩০ হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের অর্থ প্রদান ও বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকতুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. তিতু গাজি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, কোষাধ্যক্ষ মাহবুব হোসেন এবং কার্যকরী নির্বাহী সদস্য ইসরাফিল শেখ।
বক্তারা প্রয়াত শ্রমিক নেতা সাদেক খান ও জাহাঙ্গীর বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের অবদান স্মরণ করেন। তারা জানান, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ২৯ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৮ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শ্রমিক নেতারা দুঃখ প্রকাশ করে বলেন, “শ্রমিক নেতা মুসাকে যারা হত্যা করেছে, তাদের বিচার না করে নিরপরাধ শ্রমিক নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান, প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে নিরপরাধ শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে।







