Friday, December 5, 2025

যশোরে তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়িতে সন্তান দেখতে গিয়ে হামলার শিকার যুবক

যশোরে তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়িতে সন্তানকে দেখতে গিয়ে এক যুবক হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোতোয়ালী থানার নিউমার্কেট গাবতলা এলাকায়।

আহত যুবকের নাম মো. আলী ইবনে আব্বাস ইমন (২৮)। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইমন তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাসায় সন্তানকে দেখতে গেলে তার শ্যালিকা জেসমিন শান্তা (৩৫) এবং বোনজামাই সেন্টু (৪৫)সহ পরিবারের অন্যান্য সদস্যরা একত্রে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে ইমনের কপাল ও বাম চোখের ওপর আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর