Friday, December 5, 2025

যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে বয়স্ক নারীর মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা

যশোর সদর উপজেলার সমসপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বয়স্ক নারীকে লোহার সাবোল দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে। আহত নারীর নাম আঞ্জরা বেগম (৮৫)। তিনিসমসপুর গ্রামের মৃত আজহার বিশ্বাসের স্ত্রী ।

স্থানীয় সূত্রে জানা যায়, আঞ্জরা বেগমের ছেলে মোহাব্ব আলী-এর সঙ্গে একই গ্রামের বাদশা , আ. হান্নান (৩০) ও আব্দুল মান্নানের সাথে (৪০) জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এ বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঞ্জরা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বাদশা হাতে থাকা লোহার সাবোল দিয়ে আঞ্জরা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর