শামীম হোসেন, কুয়াদা প্রতিনিধি:
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদুর রহমান শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহাজাহান সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী চৌধুরী, খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন হিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন অবসরপ্রাপ্ত দুই শিক্ষক রবিকর মণ্ডল ও মশিয়ার রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে পৃথকভাবে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, রামকৃষ্ণ রায় ও তোরাব আলীকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুজ্জামান। অনুষ্ঠানে অভিভাবক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







