যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণের দুই দিন আগেই আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যশোর জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। বর্তমান মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংগঠনের ১৭ সদস্য আদালতে মামলা দায়ের করেন। আগামী শনিবার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আদালতের আদেশে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
সংগঠনের একাধিক সদস্য জানান, ২০১৯ সালের ১১ নভেম্বর সাধারণ সভায় গঠনতন্ত্রের ১৮ ও ১৯ নম্বর ধারা সংশোধন করে নির্ধারণ করা হয় যে, কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন আগে নতুন নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমান কমিটি সেই নিয়ম অমান্য করে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দায়িত্বে থেকে নির্বাচন প্রক্রিয়ায় গড়িমসি করে।
তারা আরও জানান, সর্বশেষ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৯ জুলাই, এবং ওই বছরের ১০ আগস্ট শপথ গ্রহণ করেন বর্তমান কমিটির সদস্যরা। তাদের তিন বছরের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৯ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন না দিয়ে তারা কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।
পরবর্তীতে সংগঠনের সদস্য ইউনুস আলী চলতি বছরের ৯ সেপ্টেম্বর খুলনা শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নির্বাহী কমিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়, কিন্তু কমিটি কোনো জবাব না দিয়েই তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
পরে ২৩ আগস্ট মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি সাধারণ সভার মাধ্যমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এবং তফসিল ঘোষণা দেয়। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল।
তবে ইউনুস আলী, রেজাউল ইসলামসহ সংগঠনের ১৭ জন সাধারণ সদস্য যশোর সদর সহকারী জজ আদালতে নির্বাচনী কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে মামলা করেন। প্রথমে আদালত আবেদনটি খারিজ করলেও বাদীপক্ষ আপিল করলে জেলা ও দায়রা জজ আদালত নির্বাচন কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, আদালতের নির্দেশনার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত থাকবে।
অনলাইন ডেস্ক







