সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ জন আসামি গ্রেপ্তারসহ সাড়ে ৯ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বুধবার (২৩ অক্টোবর) ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এলাকায় পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা, ৩৯ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়।
৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, আটক মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৩৪ হাজার টাকা। এসব পণ্য ভারত থেকে এনে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
তিনি আরও বলেন, চোরাচালানের কারণে দেশের রাজস্ব ও স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটক আসামি, ইয়াবা, মদ ও মোটরসাইকেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশের রাজস্ব রক্ষা ও তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।







