স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি: তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দৌলতদিহি সরকারি স্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হক মিলন , জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর দিপু, প্রমুখ।
কর্মীসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, ছাত্রদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগের সংগঠন। বিএনপির ভবিষ্যৎ রাজনীতি শক্তিশালী করতে ছাত্রদলের প্রতিটি কর্মীকে সংগঠনের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। তারা আরও বলেন, দুঃসময়ে সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য তৃণমূলের নেতাকর্মীরাই আসল শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
বক্তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে পুনর্গঠনের ওপর জোর দেন। তারা বলেন, বর্তমান সময় ছাত্র রাজনীতির জন্য কঠিন হলেও এটাই হচ্ছে পরীক্ষা দেওয়ার সময়। তৃণমূল পর্যায়ে ঐক্য, সাহস ও নেতৃত্বের গুণাবলি দেখাতে পারলেই ভবিষ্যতের নেতৃত্বের পথ উন্মুক্ত হবে।
সভায় উপস্থিত নেতারা ৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সাংগঠনিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।







