চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বিশ্বাস (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার পুত্র।
বুধবার যোহরের পর মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, শামসুদ্দিন বিশ্বাস ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সরকারি ভাতা পেয়ে আসছিলেন।
বুধবার যোহরের পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজায় অংশ নেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি নেতা হাজী মুকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু তালেব, ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আসলাম হোসেন, ছাত্রদলের মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দীর্ঘ এক শতকের জীবন শেষে বিদায় নেওয়া এই ব্রিটিশ সৈনিক রেখে গেছেন ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে স্থানীয় সর্বস্তরের মানুষ।







