Saturday, December 6, 2025

আয়নাবাজি : যশোর কেন্দ্রীয় কারাগারে মামার বদলে ভাগনে !

যশোরে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা—‘আয়নাবাজি’ সিনেমার মতো এক ব্যক্তি অন্যের জায়গায় আদালতে হাজিরা দিতে গিয়ে এবার নিজেই কারাগারে! মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ধরা পড়ে।

কারা সূত্র জানায়, কারাগারে আসামির নাম-ঠিকানা যাচাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে জানা যায়, কারাগারে যাওয়া ব্যক্তি আসলে প্রকৃত আসামি নন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি নিজেও স্বীকার করেন, তিনি আসলে মামার পক্ষে হাজিরা দিতে এসেছিলেন।

কারাগারে যাওয়া ওই ব্যক্তি মো. শামীম আহম্মেদ (২৭)। তিনি যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের জামশেদ আলীর ছেলে। আর যাঁর পক্ষে তিনি হাজিরা দিচ্ছিলেন, তিনি তার ছোট মামা হাসান একই উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহম্মেদ।

সূত্র জানায়, হাসানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা হয় ২০২৪ সালের ৯ নভেম্বর। মামলা নং ২৪, তারিখ ০৯.১১.২০২৪; জি.আর ৯৩১/২৪; ধারা ৪৪৮/৩২৩/৩৫৪/৩৮৪/৩৮৫/৩৮৬/৫০৬ দণ্ডবিধি। এই মামলায় এর আগে তিন-চারবার আদালতে হাজিরা দিয়েছেন ভাগনে শামীম।

মঙ্গলবারও তিনি আদালতে হাজিরা দিতে গেলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে প্রকৃত আসামি হাসানের বদলে কারাগারে চলে যান শামীম। পরে কারাগারে প্রবেশের পর নিয়মিত যাচাই-বাছাইয়ে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে (এনআইডি নং ১৯৫৫১৪৭৪৪০) নিশ্চিত হয় তার প্রকৃত পরিচয়—মো. শামীম আহম্মেদ।

জিজ্ঞাসাবাদে শামীম স্বীকার করেন, মামা হাসানের অনুরোধেই তিনি কয়েক দফা আদালতে হাজিরা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারা কর্তৃপক্ষ বিস্তারিত প্রতিবেদন আদালতে পাঠিয়েছে।

এ ঘটনায় এখন শামীমের বিরুদ্ধেও মামলা হতে পারে, পাশাপাশি প্রকৃত আসামি হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর