পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানিবাহী ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের অনেকে তেল সংগ্রহ করতে ছুটে যান। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়, আর তাতেই ঘটে মর্মান্তিক প্রাণহানি।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধারকাজ এখনও চলছে। দুর্ঘটনার পর ব্যস্ত ওই মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। খারাপ সড়ক অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
অনলাইন ডেস্ক/আর কে-০২







