Saturday, December 6, 2025

যশোরে বাঁশবাহী ভ্যানের বাঁশ ঢুকে গেলো মোটরসাইকেল আরোহীর পায়ে

যশোরের বাঘারপাড়া উপজেলার জোহরপুর তেলকুপ রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় তারিফ মাহমুদ (৩৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে বেতালপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন তেলকুপ গ্রামের ইমামুল ইসলামের ছেলে তারিফ মাহমুদ । এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচে বাঁশ ঢুকে মারাত্মক জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর