যশোর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলা রেলক্রসিং এলাকায় আজ ভোরে একটি বালুভর্তি ট্রাক হামলাকারীদের ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশে উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকচালক আহত হয়েছেন। আহত সোহাগ ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া থেকে সাতক্ষীরা যাচ্ছিল বালুভর্তি একটি ট্রাক (নং—ঢাকা মেট্রো ট-২২-০৭৩৬)।
আহত সোহাগ জানান, ধর্মতলা রেলক্রসিং সিগনালে অপেক্ষমাণ অবস্থায় থাকাকালীন খোলাডাঙ্গা কালিতলা এলাকার দুই যুবক আসিফ ও হাসান হঠাৎ ট্রাকচালকের ওপর হামলার চেষ্টা চালায়।
হামলার আশঙ্কায় ট্রাকচালক মো. সোহাগ হোসেন গাড়ি থেকে নামতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে পড়ে । এসময় একটি ট্রেন চলে আসে। তাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। তবে ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাতদিন সংবাদ







