Saturday, December 6, 2025

যশোরে দুই ভাইয়ের মারামারি, হাসপাতালে ভর্তি

যশোর শহরের কাঁসারি পট্টি এলাকায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় দু’জনই আহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শীতল বাবু সানঘরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শীতল চন্দ্র শীল (৭৭) ও তার ভাই নিখিল চন্দ্র শীল (৫৫)। দু’জনের স্থায়ী বাড়ি যশোরের অভয়নগর উপজেলার কোদলা গ্রামে। বর্তমানে তারা যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সোমবার সকালে দুই ভাই রড দিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে উভয়ই আহত হন। পরে তাদের আত্মীয়-স্বজন উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর