মোঃ জুম্মান হোসেন: বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে যশোর সেনানিবাসে। নবীন সৈনিকদের জীবনের গুরুত্বপূর্ণ এই পর্ব তাদের সামরিক জীবনের এক স্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস)-এ এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্য, মূল্যবোধ ও শৃঙ্খলা রক্ষা করে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও সেনাবাহিনীর সেবায় নিবেদিত করতে হবে।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী নবীন সৈনিকরা দীর্ঘ প্রশিক্ষণ শেষে তাদের অর্জিত সামরিক দক্ষতা ও শৃঙ্খলার বহিঃপ্রকাশ ঘটান। তাদের নিখুঁত পদক্ষেপ ও মনোজ্ঞ প্রদর্শনী উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, নবীন সৈনিকদের পরিবারবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







