Saturday, December 6, 2025

উৎসবমুখর পরিবেশে চলছে যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ১০টা থেকে প্রেসক্লাব যশোরে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন প্রার্থী। ভোটাররা জানিয়েছেন, তারা যোগ্য নেতৃত্বের হাতেই দায়িত্ব তুলে দিতে চান।

নির্বাচনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মোড়, বিশেষ করে প্রেসক্লাব এলাকার সামনে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে। সকাল ৮টা থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের আগমন শুরু হয়। সকাল ১০টা বাজতেই প্রেসক্লাব চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে প্রার্থী, ভোটার ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জমে ওঠে নির্বাচন প্রাঙ্গণ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহাক জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটাররা এতে সন্তোষ প্রকাশ করেছেন। তাকে সহযোগিতা করছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক এবাদত খান। বিকেল চারটার পর ভোট গণনা শুরু হবে, এরপর ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে বর্তমান সভাপতি সাব্বির মালিক বাবুর প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরও দুইজন  ইসমাইল হোসেন ও ফজলে রাব্বি মোপাসা। তাদের মধ্যে মোপাসা গতবার পরাজিত হয়েছিলেন এবং ইসমাইল  সহ সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছিলেন।

একইভাবে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহিনশা রানার প্রতিদ্বন্দ্বী হয়েছেন নূর ইসলাম ও সেলিম হোসেন। গতবার সাধারণ সম্পাদক পদে সেলিম পরাজিত হয়েছিলেন। তবে, ভোটাররা বলছেন এ দুই পদেই হবে হাড্ডাহাড্ডি লড়াই।

সহসভাপতির দুই পদে তিনজন নির্বাচনে অংশ নিয়েছেন । তারা হলেন শফিয়ার রহমান, শরিফুল ইসলাম ও সুলতান আহমেদ। শরিফুল ইসলাম বর্তমান কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন, সুলতান বর্তমান সহসভাপতি এবং শফিয়ার গতবার পরাজিত হয়েছিলেন।

সহ–সাধারণ সম্পাদকের দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল আহমেদ, আবু ইসহাক বাবু ও আহমেদ মজনুল করিম। কামাল ও বাবু বর্তমানে একই পদে রয়েছেন, আর করিম এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন । ফিরোজ আক্তার, ওয়ারেশ আলী আনসারী খাজা ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাল্টু। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ ও গতবারের পরাজিত প্রার্থী রিয়াজ মাহমুদ লালন। দপ্তর সম্পাদক পদে বর্তমান দপ্তর সম্পাদক এনামুল হক–এর প্রতিদ্বন্দ্বী হয়েছেন নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক কাসেম আলী লস্কার–এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের পরাজিত প্রার্থী আবু বকর সিদ্দিকী। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের পরাজিত প্রার্থী মাহমুদুল ইসলাম নাসিম ও গতবার সহ–সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী ফিরোজ উদ্দিন তোতা।

কার্যনির্বাহী সদস্যের তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন । রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূঁইয়া, কামাল হোসেন ও শরিফুল ইসলাম লাভলু। তাদের মধ্যে জাহিদুল বর্তমান নির্বাহী সদস্য, অন্য তিনজন এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ২৮ প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী রাহিমা খাতুন হাফিজ। তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। ঐ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জুম্মান হোসেন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর