মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা শাহাদত হোসেন (৮৫) বার্ধক্যজনিত কারণে বুধবার (১৫ অক্টোবর) রাতে খুলনার গাজি মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠে প্রথম জানাজা এবং জোহরের পর নিজ গ্রাম দৌলতপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় বেনাপোল ও শার্শা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







