বিগত কয়েক বছরের তুলনায় এবছর এইচএসসি পরীক্ষার ফলাফল উল্লেখযোগ্য হারে খারাপ হয়েছে। সেদিক থেকে বিবেচনায়,এইচএসসি ২০২৫ সারা দেশের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ হলেও দেশের মোধ্যে কুমিল্লার পর সর্বনিম্ন পাসের হার যশোর রেকর্ড করা হয়েছে।
এবার দেখা যাক কোন বোর্ডে পাসের হার কত। ঢাকা বোর্ডে ৬৪.৬২, রাজশাহী বোর্ডে ৫৯.৪০, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬, যশোর বোর্ডে ৫০.২০, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭, বরিশাল বোর্ডে ৬২.৫৭, সিলেট বোর্ডে ৫১.৮৬, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯, ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪, এছাড়াও দেশের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফল যথাক্রমে,৭৫.৬৯ ও ৬২.৬৭।
পাসের হারের দিক দিয়ে সর্বচ্চ ঢাকা বোর্ড এবং সর্বনিম্ন কুমিল্লা বোর্ড। সর্বনিম্নের দিক থেকে এক ধাপ এগিয়ে আছে যশোর বোর্ড।
এব্যাপারে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম বলেন,এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট নই। তবে শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করেছি। মেধাবীদের বের করে আনতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কিছুটা ঘাটতি ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে এসেছি। এ কারণে পাসের হার কমেছে। এ বছর যশোরে শূন্য পাসের কলেজের সংখ্যা ২০টি। শূন্য পাসের কলেজ গুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাতদিন সংবাদ,জয়-







