Saturday, December 6, 2025

যশোরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগে মামলা

যশোরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এক বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার আলমনগর গ্রামের ভুক্তভোগী লাল মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে।আসামিরা হলেন একই গ্রামের ইকবাল হোসেন, টিপু সুলতান, ইমাদুর রহমান ইমন, শহর বানু, লাবনী খাতুন, সোনালী খাতুন ও রোজিনা খাতুন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা স্থানীয় ক্ষমতাসীন দলের দোসর। আওয়ামী লীগ সরকারের আমলকে পুঁজি করে তারা দীর্ঘদিন ধরে তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধও চলছিল বহুদিন ধরে। এরই জেরে গত ১৫ অক্টোবর সকাল ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাল মাহমুদের বাড়িতে হামলা চালায়। তারা তাকে অশালীন ভাষায় গালাগালি করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময় তারা ঘরে থাকা কয়েক ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে বলে এই ঘটনায় মামলা করলে খুন করে লাশ গুম করা হবে। আহত লাল মাহমুদকে পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর